আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

অমর একুশে গ্রন্থমেলায় সম্মিলিত কবিতার বই-২ এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

 

মোড়ক উন্মোচিত হলো সম্মিলিত কবিতার বই-২-এর। আজ ২১ ফেব্রুয়ারি শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে গ্রন্থ মেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে প্রথম আলো পত্রিকার উপ সম্পাদক, বিশিষ্ট কবি সাইদুজ্জামান রওশন ওরফে দন্ত্য স রওশন বইটির মোড়ক উন্মোচন করেন।
এ সময় কবি আফসার উদ্দিন, শেরতাজ খান, নিনা ইসহাক, লুৎফর ভূঁইয়া, রোকন উজ জামান জুয়েল, মোজাহার হোসেন, প্রকাশক মামুন খান ইউসুফজাই, ছড়াকার মনির কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি পায় প্রবাসী কবি আজাহার মোল্লা ও কাউসার আহমেদ অনুষ্ঠানে যোগ দেয়ায়।
অনুষ্ঠানটি বারুয়াখালী ডট কম মিডিয়া থেকে লুৎফর ভূঁইয়ার সহযোগিতায় সরাসরি সম্প্রচারিত হয়।
উন্মোচন উত্তর প্রতিক্রিয়া ব্যক্ত করে সাইদুজ্জামান রওশন বলেন, “এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ।’ ভবিষ্যতে যাদের হাতে এসব বই তুলে দেয়া হয় তাদের পাঠ উপযোগী বই প্রকাশের বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ