নিজস্ব প্রতিবেদক
সাভারে কোর্ড আব ওয়ার্ডসের নামে ভূমিদস্যুদের হয়রানী থেকে মুক্তি ও পরিবেশ দূষণ এবং অপরিকল্পিত শহরায়ণ বন্ধের দাবীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের এলাহিনগর কৃষ্ণপুর এলাকায় অনুষ্ঠিত হয়। যৌথভাবে এ নাগরিক সমাবেশের আয়োজন করেন, পৈত্রিক ভিটেমাটি রক্ষা সংগ্রাম কমিটি, সাভার-বিরুলিয়া উন্নয়ন পরিষদ এবং ভূমি ও পরিবেশ রক্ষা দিবস উদযাপন কমিটি।
এসময় সমাবেশ থেকে কোর্ড আব ওয়ার্ডসের নামে হয়রানি, অবৈধভাবে লিজ প্রদান, খাজনা-খারিজ, বিএস রের্কড প্রদানে অহেতুক ঝামেলা, খাল দখলমুক্ত, অপরিকল্পিত শহরায়ণ ও মাদক দ্রব্যের অপব্যবহার বন্ধের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ খিস্টান এসোসিয়েশনের সাধানণ সম্পাদক ও ভূমি ও পরিবেশ রক্ষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নির্মল রোজারিও সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি ও পরিবেশ রক্ষা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল আউয়াল। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম,সাভার ওয়াইএমসির সভাপতি তপন টমাস রোজারিও,বীর মুক্তিযোদ্ধা দিলীপ মার্টিন গমেজ, ডা: আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন ও মার্শেল পেরেরাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।