আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

গাজীপুরে বিকাশের মাধ্যমে চলছে ডিজিটাল প্রতারনা

 

মনিরুল ইসলাম মেরাজ :

আমাদের দেওয়া লিংকে প্রবেশ করে শুধুমাত্র বিকাশ নাম্বার দিয়ে আবেদন করে সাথে সাথে সরকারি অনুদানের টাকা গ্রহন করুন” এমন লোভনীয় মেসেজের মাধ্যমে সাধারন মানুষকে বোকা বানিয়ে একাউন্ট হ্যাক করে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।

গাজীপুরে প্রায় সকল গ্রাহকের কাছে এমন মেসেজের মাধ্যমে লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রথমে হাতেগোনা কয়েকজন এই প্রতারনার শিকার হলেও এখন অনেক মানুষ এই প্রতারনার শিকার হচ্ছেন।

অভিযোগের ভিত্তিতে, সরজমিনে খোঁজ নিতে গিয়ে দেখা যায় বিকাশ ব্যবহারকারীদের ফোন নাম্বারে সরকারি অনুদানের টাকা সহযোগীতার কথা উল্লেখ করে মেসেজ ও লিংক পাঠানো হয়।

পরবর্তীতে লিংকে প্রবেশ করে নিজের বিকাশ নাম্বর দিয়ে আবেদন করার কথা বলা হয়। সোনালি ব্যাংক এর নাম ব্যবহার করা হয় টাকা তোলার ভিত্তি হিসেবে।
আবেদন করার পর কৌশলে গ্রাহকের একাউন্ট হ্যাক করে হাতিয়ে নেওয়া হয় হাজার হাজার টাকা।

এই বিষয়ে বিকাশের কর্মকর্তারা জানান, তারা কিছু জানেন না।
সোনালি ব্যাংক এর সাথে যোগাযোগ করেও এই বিষয়ের ব্যাপারে কিছু জানা যায়নি।

তবে বিকাশ এবং সোনালি ব্যাংকের মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর নাম ব্যবহার করে এমন প্রতারনায় উদ্বেগ প্রকাশ করেছে সবাই।
দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান ভুক্তভূগীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ