আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

দোহারে খালে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধা

শহীদুল্লাহ্ সুমন দোহার উপজেলা প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় ইছামতি নদী শাখা খালে গোসল করতে নেমে রাশেদা বেগম (৫৫) এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ চর জয়পাড়া আঙ্গিনা সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাশেদা বেগম দক্ষিণ চর জয়পাড়া এলাকার শেখ নূরুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে উদ্ধারের অভিযান চালাচ্ছে দোহার থানা ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
রাশেদা বেগমের স্বামী শেখ নূরুল ইসলাম জানান, বুধবার সকালে বাড়ির পাশে আঙ্গিনার ঘাটে গোসল করতে যায় রাশেদা বেগম। কিছুক্ষণ পর ঘাটে গিয়ে আমি আমার স্ত্রীকে না পেয়ে পানিতে নেমে খোজাঁখুজি শুরু করি। না পেয়ে পরে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলকে খবর দেই। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার কাজ চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ