আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

ভোলার চরফ্যাশনে চারাগাছ উপরে ফেলার অভিযোগ

 

মোঃ মুশফিকুর রহমান হাওলাদার, ভোলা জেলা প্রতিনিধি:

গত ১৬ জুলাই ২০২০ ইং মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশে ১ কোটি গাছের চারা রোপন করার উদ্ভোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপন করার নির্দেশ প্রদান করেন। এর আগে এক অনুষ্ঠানে তিনি দলের নেতা কর্মীদের অন্তত তিনটি করে চারাগাছ লাগানোর নির্দেশ দেন। তিনি বলেন নিজের জমি না হলে রাস্তার পাশেও যেনো গাছ লাগায়। মুজিববর্ষ কে স্মরনীয় করতে মাননীয় প্রধানমন্ত্রীর সে নির্দেশে উদ্ভুদ হয়ে বৃক্ষ রোপনের অংশ হিসেবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় আছলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের বাসিন্দা আবু সুফিয়ান তার বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার পাশে একটি বট গাছের চারা রোপন করেন। একই এলাকার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান জনাব বশির আহমদ মিয়ার ছেলে সন্ত্রাসী জিয়া উদ্দিন সোহাগ অহেতুক বারবার চারাটি উপরে ফেলে এবং সেখানে চারা রোপণ করতে নিষেধ করে। ঐ জায়গায় চারা রোপণ করলে অসুবিধা হবে এবং বিভিন্ন রকম হুমকি দেয়। জনাব আবু সুফিয়ানের কাছে জানা যায় যেখানে চারা রোপণ করা হয়েছে তার আশেপাশে সোহাগদের কোন জমিজমা নেই। জনাব সুফিয়ান সন্ত্রাসী সোহাগের এরুপ কর্মকান্ডে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে বাধাগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন সোহাগের হাত যত লম্বাই হোক তা আইনের চেয়ে বড় নয়। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন হওয়া দেশের জলবায়ু ও পরিবেশ রক্ষায় মুজিববর্ষে বৃক্ষ রোপন করা প্রত্যেকেরই দায়িত্ব হওয়া উচিৎ। তা না করে অহেতুক গাছের চারা উপরে ফেলে সোহাগ জঘণ্য অপরাধ করেছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত্রের মাধ্যমে এর কঠোর ব্যাবস্থা নেওয়ার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সূত্রে জানা যায় সন্ত্রাসী সোহাগের বিরুদ্ধে থানায় অনেক মামলা রয়েছে। সে এলাকাতে প্রায়ই বিভিন্ন অপরাদে জড়িত থাকে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করেনা। কোন এক অদৃষ্য শক্তির বলে সে দাপটে বেড়ায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ