আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

নড়াইলের লোহাগড়া কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ শিশুপুত্র আনাচ এর লাশ ৫ দিন পর উদ্ধার

 

হাবিবুর রহমান লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া কালনা ঘাট এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ শিশুপুত্র আনাচ এর লাশ ৫ দিন পর উদ্ধার। শিশুপুত্র আনাচ(৬) মাস,লাশ উদ্ধার করেছে পুলিশ।গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটার পর থেকে উদ্ধার অভিযান চললেও গত শনিবার সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, মংগলবার(১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১২ টার দিকে লোহাগড়ার চরভাটপাড়া ঘাট এলাকায় (কালনা ঘাট থেকে ৩ কিলোমিটার দক্ষিণে) মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের কাছে তাৎক্ষণিক লাশ হস্তান্তর করে পুলিশ।লাশের বাড়ীতে পৌছালে কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনেরা।বাবা ছেলে মৃত্যুতে এলাকাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্, গত শুক্রবার বিকাল ৫ টার দিকে লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্যার ছেলে পুলিশ কনস্টবল আবু মুসা রেজওয়ান মোল্যা(২৮) তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয় মাস বয়সী শিশুপুত্র আনাস সহ ৬ জনে মিলে নৌকা ভ্রমণে মধুমতি নদীতে যান। সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি ফেরবার জন্যে রওনা হলে কালনা ঘাটের কাছে এসে তেল ফুরিয়ে যায় । ফলে ট্রলারটি চালকের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রচন্ড স্রোত থাকায় দিশেহারা হয়ে পড়েন চালক। এক পর্যায়ে দ্রুত গিয়ে ট্রলারটি নির্মাণাধীন মধুমতি সেতুর নদীর মাঝের শিটপাইলের সাথে আঘাত লাগে। পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান শিশু পুত্রকে নিয়ে নৌকার উপর দাঁড়িয়ে ছিলেন। সজোরে ধাক্কা লাগায় আবু মুসা শিশু পুত্রকে নিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ