আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

আগের ভাড়ায় ফিরেছে গনপরিবহন

ফারিয়া ইসলাম সূচনা :
মহামারি করোনার জন্যই সাধারন জনগন দূরত্ব মেনে রাস্তাঘাটে চলাচল করতো এবং গনপরিবহন গুলোতে ও একই আইন মানা হতো| অল্প যাত্রি এবং দুরত্ব মেনে বসায় গনপরিবহের ভাড়া এতোদিন দ্বিগুন ছিলো|
করোনার পরিবর্তন না হলে ও অবস্থা আর রাস্তাঘাটে অনেক পরিবর্তন এসেছে, সাধারন জনগন আবার নিজ নিজ কর্মজীবনে ফিরছে, রাস্তায় এবং গনপরিবহন গুলোতে আবার ভিড় বাড়ছে|
মঙ্গলবার উঠে গেল আসন ফাকা রেখে বসায় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিধান্ত| নতুন সিধান্ত অনুযায়ী বাসে যতগুলো আসন তারথেকে বেশি যাত্রী না তোলা, মাস্ক পরা,হাত ধোয়া বা বাসকে জিবানুমুক্ত রাখা এসব কিছু শর্ত| কিছু কিছু বাসে এসব নিয়ম মেনে চল্লে ও লোকাল বাস গুলোতে নিয়ম অমান্য করতে দেখা গেছে|
এ অবস্থায় করোনা ঝুকিঁ আরো বেড়ে যাবে বলে ধারনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা| সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ” ডা. মুশতাক আহমেদ” জানায় “যারা স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহনে চড়তে চায় ভাড়া যদি বেশি ও থাকে তাদের জন্য বিকল্প যানবাহনের ব্যবস্থা থাকা দরকার”|
সড়ক পরিবহন কর্তিপক্ষ এবং বাস মালিক সমিতির নেতারা জানিয়েছেন তারা সবদিকেই খেয়াল রাখবেন এবং সব আইন মেনে গনপরিবহন গুলো যেনো চলাচল করে সেইদিকে লক্ষ্য রাখবেন তারা|

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ