আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কাশিমপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী পুলিশের জালে

 

মেহেদী হাসান,
বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার আনোয়ার হোসেন বিপিএম (বার)পিপিএম (বার)এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদা এর তত্ত্বাবধায়নে ২৮শে আগষ্ট ভোররাতে মাদক, হত্যা ও চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত ফেরারী আাসামি আল আমিন (২৮) পিতাঃ চানমিয়া সাং লতিফপুর কে গ্রেফতার করেছে কাশিমপুর থানার চৌকস পুলিশের উপ-পরিদর্শক দীপঙ্কর রায়। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এই আল আমিন মাদকের ব্যবসা ছাড়াও হত্যা ও চাঁদাবাজি মামলার আাসামি এবং সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতার করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য থাকে যে এই পুলিশের উপ-পরিদর্শক চলতি আগষ্ট মাসেই অফিসার ইনচার্জ মাহবুবে খোদার তত্ত্বাবধানে শীর্ষ মাদক ব্যবসায়ী ওয়ারেন্ট ভুক্ত মাদক সম্রাট


আরফান, লুতফর দেওয়ান,কুখ্যাত হেরোইন ব্যবসায়ী মনির, জিরানী বাজারের সাজাপ্রাপ্ত ফেরারী আসামীলক্ষণ ঘোষ যাকে নিয়ে আলোচিত হয়েছিলেন যে বনের ভিতরে থেকেও গ্রেফতার করে আদালতে প্রেরন সহ বারেন্দার ইয়াবা ব্যবসায়ী শামসুল ও ধনঞ্জয়খালীর মাদক ব্যবসায়ী গাজী সহ প্রায় ২০ জন কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন এই এসআই দীপঙ্কর রায়। এলাকার সাধারণ লোকজনের সাথে কথা বললে তারা জানান এই (রকম) পুলিশ যদি থাহে তাইলে আমাগো পোলাপান (ছেলে মেয়ে)নিশা করা হারব না (করতে পারব না)। আবার অনেকই বলেন কাশিমপুর যারা মাদক কারবারি তাদের কোন ছাড় নেই এই পুলিশের কাছে । অনেকেই ধন্যবাদ জানিয়েছেন এই পুলিশের এস/আই দীপঙ্কর রায় কে। দীপঙ্কর রায় আরো বলেন মাদকসহ সকল অপরাধীর বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ