আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

গাজীপুরের কাপাসিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১

 

মনিরুল ইসলাম মেরাজ শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়টেক এলাকায় সিএনজি থেকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব- ১।

আজ সোমবার র‌্যাবের বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব- ১ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালানের খবর পেয়ে তাদের একটি অভিযানিক দল কাপাসিয়ার বড়টেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এইসময় তারা সিএনজির ভেতর থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাচালানের করত বলে স্বীকার করেছে।এই বিষয়ে আরো তদন্ত করে দোষীদের বিরুদ্দে ব্যবস্থা নেওয়ার কথা জানায় র‌্যাব-১।

তাছাড়া মাদক, মদ ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের বিক্রি ও চোরাচালান বন্ধে এসকল অভিযান চালু রাখার কথা জানায় র‌্যাব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ