বিশেষ প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ আরিফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুতের পূর্ব ডেন্ডাবর এলাকার আর.ই.বি রোড় সংলগ্ন হাজী রিয়াজ উদ্দিন মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম যশোর জেলার বাঘারপাড়া থানার কেবশপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি পল্লী বিদ্যুত এলাকার আর.ই.বি রোড়ের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকতেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৯১ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, আরিফুল ইসলাম বিভিন্ন স্থান থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে ওই এলাকাসহ সাভারের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে জানায় র্যাব- ৪ ।