সাভার ও আশুলিয়ায় নারীসহ ২ জনের লাশ উদ্ধার
শামীম হোসেন : নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় শেলী সুলতানা নামের (৪৫) এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সৎ মেয়ে।
সোমবার ভোর রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার একটি বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ বলছে ভোর রাতে পূর্ব শক্রুতার জের ধরে শেলী সুলতানা নামের ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করে তার সৎ মেয়ে সানজিদা(১৯) আক্তার। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পুলিশ ঘাতক সৎ মেয়ে সানজিদা আক্তারকে আটক করেছে। নিহত ওই নারী ওই এলাকার টিপু সুলতানের স্ত্রী ছিলেন।
সোমবাট ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে আব্দুর রশিদ (২৯) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গার্মেন্টস শ্রমিক ট্রাক চাপায় মারা গেছে বলে বলে জানায় পুলিশ। নিহত ওই পোশাক শ্রমিক সাভারের একে এইচ পোশাক কারখানায় কর্মরত ছিলো। সে কুরিগ্রাম জেলার নাগেশসরি থানার সুকাতি গ্রামের সাইফুর রহমানের ছেলে। সাভারের পানপাড়া এলাকায় পরামানিকের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন সে।
এছাড়া পূর্ব শক্রুতার জের ধরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় সমির মিয়স ( ৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আশুলিয়া থানায় ২ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।