নিজস্ব প্রতিবেদক : রতন হোসেন
ঢাকার আশুলিয়ার বাইপাইলে ছিনতাইয়ের শিকার হয়েছে দৈনিক দেশ রুপান্তেরের আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মাহমুদ চৌধুরী।
গতকাল (১৫ ফেব্রুয়ারি) শনিবার গভীররাতে আশুলিয়ার বাইপাইলের বাগবাড়ীতে এ ছিনতাইয়ের শিকার হয় খোকা মাহমুদ।
সাংবাদিক খোকা মাহমুদ চৌধুরি জানায় শনিবার গভীর রাতে তার ইটালি প্রবাসী চাচাত ভাই কামাল উদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে যাওয়ার সময় উত্তর গাজীরচট এলাকায় একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র হাতে রিকশার আটকে তার সাথে থাকা একটি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত ব্যাংকের কার্ড জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
খোকা মাহমুদ আরও জানান, এসময় তার ভাইয়ের সাথে থাকা নগদ অর্থ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় ছিনতাইকারীদল।
আশুলিয়া থানায় ছিনতাই এর অভিযোগে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানা যায়।