আলী হোসেন
ঢাকার সাভার দেওগাঁও মডেল হাই স্কুলের ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ই ফেব্রুয়ারি শনিবার বিকেলে স্কুলের কৃতি ছাত্র ছাত্রী ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা।এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওগাঁও মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরফান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সহকারি রেজিস্টার মোঃ শফিকুল ইসলাম,সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,সাভার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার এম.এ ওয়াদুদ আকন,৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল হোসেন।
উপস্থিত ছিলেন,দেওগাঁও মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান সিরাজী,সহকারী প্রধান শিক্ষিকা ও সাভার ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মনোয়ারা বেগম। বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম,হাজী জয়নাল আবেদীন,দুদু মিয়া,আতাউর রহমান, নুরু মোল্লা,মমতাজ উদ্দিন,সেকান্দর আলী,স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ,ছাত্র ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।