আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ ইং

ভালোবাসা দিবসে  রক্তদান

নিজস্ব প্রতিবেদক : প্রিন্স ঘোস 

   

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে
“বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি-২০২০” আয়োজন করেছিল সংঘ পরিবার।
ভালোবাসার দিনটিকে স্বেচ্ছায় রক্তদানে নাম লিখিয়ে শুরু করার পরিকল্পনায় তারা এই কর্মসূচির আয়োজন করেছিল ১৪ ফেব্রুয়ারী,বিশ্ব ভালবাসা দিবসে।সংঘ পরিবার দীর্ঘ দিন ধরে সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
তিন মাস আগে তারা শুরু করে রক্ত দান কর্মসূচির৷ আর তার থেকেই তারা প্রতিষ্ঠা করে সংঘ ব্লাড পয়েন্ট যা “সংঘ”৷ এর একটি অঙ্গ সংগঠন।
সংঘ পরিবারের থেকে জানা যায় তারা প্রায় তিন মাস যাবৎ দুস্থ রোগিদের রক্তের যোগান দিয়ে আসচ্ছে।এরই মধ্যে প্রায় ৬০০ গ্রাহককে রক্ত দান করেন।

“জীবন বাঁচে রক্ত দিলে রক্ত দিবো হেসে খেলে ” এই শ্লোগান নিয়ে সংঘ ব্লাড পয়েন্ট এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করা হয়েছে।
অনেকেই যানে না তার নিজের রক্তের গ্রুপ কি,তাই সে কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারী বিশেষ একটি দিনকে কেন্দ্র করে তারা ফ্রী ব্লাড ক্যাম্পেইন করে জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এরিয়াতে। প্রায় ৩০০ জনের অধিক মানুষকে এই বিনা মূল্যে রক্ত নির্নয়ের সেবা পেয়েছেন৷ বলে জানানো হয় সংঘ পরিবারের পক্ষ থেকে । যারা এই রক্তের গ্রুপ নির্ণয় করতে এসে ভবিষ্যতে রক্ত দান করতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের এই ভালবাসার দিনে লাল গোলাপ উপহার দিয়েছে সংঘ পরিবার।সংঘ ব্লাড পয়েন্টের সভাপতির দায়িত্বে থাকা ইমরুল জানায় রক্তদাতাদের তাদের রক্তদানের মতো মহৎ কাজকে সম্মান জানানোর লক্ষ্যে তারা তাদের একটি করে লাল গোলাপ উপহার দেন।

তিনি আরো জানান এই ফ্রী ব্লাড ক্যাম্পেইন এর মাধ্যমে মানুষ স্বেচ্ছায় রক্তদানের আগ্রহী বারতে পারে। প্রতিমাসে এরকম রক্ত নির্নয়ের ক্যাম্পেইন করে মানুষকে সেচ্ছায় সেবা দিয়ে যাবে সংঘ ব্লাড পয়েন্ট এর উদ্যোগে ।

উপস্থিত ছিলেন সারস ( সাভার রক্তদানকারী সংগঠন) এর সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, হেল্প হিউম্যানিটি সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি সানি রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ