রতন হোসেন : বিশেষ প্রতিনিধি
ঢাকার সাভারে রেডিও কলোনী আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে জাহাঙ্গীর মিয়া (৩৮)কে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের ভাই মানিক বাদী হয়ে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মোল্লা বলেন গ্রেপ্তারকৃত দুই আসামী লাব্বি ও রবিউল আদালতে জবানবন্দি প্রদান করবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে জাহাঙ্গীর এর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র কতৃপক্ষ।
নিহত জাহাঙ্গীর ময়মনসিংহের বাসিন্দা মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি সাভারের ব্যাংককলোনী তৃপ্তি চানাচুর কারখানার পাশে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে বড় ভাইয়ের সাথে ওই এনাম মেডিকেলের পাশে বিসমিল্লাহ হোটেল ব্যবসা করতেন।
জাহাঙ্গীর হত্যা মামলার আসামীরা নিরাময় কেন্দ্রের ৩ মালিক আরিফ (২৭), রোমান (২৬), জুয়েল (২০) এবং ২ স্টাফ রবিউল (২৪) ও লাবিব আহম্মেদ (২৪)। সাভার মডেল থানা পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে আদর রিহ্যাব সেন্টার থেকে রবিউল ও লাবিবকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার পুলিশ জানায় ওই সব রিহ্যাব সেন্টার গুলি দেখাশোনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারী কোন অনুমতির কাগজ রয়েছে কি না আদর রিহ্যাব সেন্টারের জানতে চাইলে পুলিশ বলেন কোন কাগজ না থাকলেও পৌরসভার তো একটি ট্রেড লাইসেন্স থাকার কথা সেই কাগজ তো ওই সেন্টারে পাওয়া যায়নি বলে জানায়।