খান ইমরান : বরিশাল প্রতিনিধি
সম্প্রতি সময়ে চ্যানেল টোয়েন্টিফোর চ্যানেলের দুই সাংবাদিক, বাংলা নিউজের সাংবাদিক ও বরিশাল বন্দর থানা এলাকায় সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের সভাপতি আরিফিন তুষারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক এসএম জাকির, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকার প্রমুখ।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়র মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, কোষাধ্যক্ষ মোশারেফ হোসেন, পাঠাগার সম্পাদক খান রুবেল চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান রাহাত খান, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন, দেবাশীষ চক্রবর্তী, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি এমকে রানা, হুমায়ন কবির রোকন, সাধারন সম্পাদক রিপন হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম ফিরোজ, আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুরাদ, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, পূর্বাঞ্চলীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।