আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

বরিশালে শিশুর মরদেহ উদ্ধার

খান ইমরান : বরিশাল প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে সদ্যোজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বরিশাল-লাকুটিয়া সড়কের রেন্ট্রিতলা ও বটতলার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়

ধারণা করা হচ্ছে, অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে দু’একদিন আগে কেউ লোকচক্ষুর অন্তরালে ফেলে রেখে গেছে।

এদিকে উদ্ধার করা শিশুর যৌনাঙ্গ বিকৃত করায় ছেলে কিংবা মেয়ে শনাক্ত করা যায়নি। শিশুটির মরদেহে পচন ধরেছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ