নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ব্যাংকারদের মাঝে বজ্রপাত সচতনেতার জন্য লিফলেট বিতরণ।
দেশের অর্ধসতাধিক বাণিজ্যিক ব্যাংকের শতাধিক ব্যাংকারদের মাঝে বজ্রপাত সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। গতকা (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার রাজধানীর এক হোটেলে ব্ল্যাকস্টোন কর্তৃক আয়োজিত ওয়ার্কশপে এ লিফলেট বিতরণ করা হয়। এর আগে মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রশিক্ষক মোহাম্মদ ইমরান এবং ব্লাকস্টোনের চেয়ারম্যান রশিদ সরকারের হাতে লিফলেট তুলে দেন সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের প্রতিষ্ঠাতা সাধারন সম্পদক মো. রাশিম মোল্লা।