নিজস্ব প্রতিবেদক
শ্রেষ্ঠ ও সাহসিকতা বীরত্বপূর্ণ প্রশংসনীয় কাজের জন্য ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার পুরস্কার প্রদান করে উপপরিদর্শক নুর খাঁন কে। গত ১১ ফেব্রুয়ারী ঢাকা জেলা পুলিশ সুপার পুরুস্কারটি তুলে দেন সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন কে।
গত ২৮ জানুয়ারি ৯৯৯ কল পেয়ে সাভার রাজাসন ৬য় তলা ভবন থেকে এক যুবক আত্মহত্যা করবে এই সংসাদ পেয়ে এসআই নুর খাঁন সাহসি ও ঝুকিপূন অভিযান চালিয়ে ওই যুবক কে উদ্ধার করে ৬ য় তলা ভবনের ছাদ থেকে। পুলিশ জানায় গত
২৮ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকেলে রাজাসন পলু মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে।
বেলা আনুমানিক ৩ টার দিকে এক কলার ৯৯৯ এ ফোন করে জানান, পলুমার্কেট এলাকায় এক ব্যক্তি ৬ তলা বিল্ডিংয়ের ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়েছেন। বিষয়টি জানানো মাত্রই সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লোকটি ছাদে এমনভাবে দাঁড়ানো, একটু বেখেয়ালি নড়াচড়া করলেই নিচে পরে যেতে পারে। তখন পুলিশ তার সঙ্গে কথার চেষ্টা করলে লোকটি জানায়,তার বাড়ি রংপুর। তিনি ওখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। ওখান থেকে নামবেন না। কেউ উদ্ধার করতে এলে লাফ দিবেন বলেও হুমকি দিচ্ছিলেন। কিন্তু এভাবে কিছুক্ষণ কথা বলার পর পুলিশ এটা বুঝতে পারে, লোকটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। তখন, চিন্তা বেড়ে যায় উপস্থিত পুলিশের। উদ্ধারের জন্য নেওয়া হয় ত্বরিত ব্যবস্থা।
লোকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুটি দলে ভাগে হয়ে যান। পুলিশের একটি দল ওই লোকটির সাথে কথা বলে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিলেন। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে। সেখানে গিয়ে দেখে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রেখেছে। দরজা না ভেঙ্গে ছাদে ওঠার কোনো উপায় নেই। তখন পুলিশ হালকা করে ছাদের স্টিলের দরজায় টোকা দেয়। তখন দেখা যায়, আত্মহত্যা করতে যাওয়া লোকটির খেয়াল নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে। দরজার শব্দ সে খেয়াল করছে না। ঠিক এই সুযোগেই পুলিশ শাবল দিয়ে দেয়ালের খানিকটা ইট ভেঙ্গে একটি ফুটো তৈরী করে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে।
এই বীরত্বের পূন কাজের জন্য সারা বাংলাদেশ এসআই নুর খাঁন প্রসংশীত হয়। এবং বাংলাদেশ পুলিশ বাহিনী এসআই নুর খাঁন কে ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরুস্কার দেয়।
এসআই নুর খাঁন বলেন পুলিশের কাজ হলো মানুষকে সেবা দেওয়া। পুলিশ রাত দিন ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন ঢাকা জেলা পুলিশ সব সময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।