আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সুদুর ক্যানেডা থেকে বইমেলায় পুলিশ পরিবারের সন্তান

পুলিশ সদর দপ্তরে কর্মতর হাফিজুর রহমান এর ফেসবুক থেকে সংগ্রহ      

 

 

সুদূর ক্যানাডা থেকে একদিন ম্যাসেঞ্জারে জানালেন তিনি ব‌ইমেলায় আসবেন। বিপি হেল্পলাইন গ্রুপের মাধ্যমে তার সাথে পরিচয়। তিনি পুলিশ পরিবারের সন্তান। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেবলমাত্র একটি হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করেছিল পাকবাহিনী। লালমনিরহাটে সেই আক্রমণে নিরস্ত্র যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের লাইনে দাঁড় করিয়ে ব্রাস ফায়ার করে হত্যা করেছিল। বিশ্ব ইতিহাসে এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা বিরল। যুদ্ধ কৌশলের আন্তর্জাতিক সকল নীতি ভেঙ্গে হাসপাতালে নিরস্ত্র আহত চিকিৎসারত যোদ্ধাদের এভাবে গণহত্যা আর হয়নি। সেই ৪ এপ্রিল, ১৯৭১ তারিখে Parvez Chowdhury সাহেবের বাবা পাকবাহিনীর হাতে শহীদ হন। ১ এপ্রিল পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে আহত হলেও পাকবাহিনীকে লালমনিরহাটে প্রবেশ করতে দেননি। এ পুলিশ বীর মুক্তিযোদ্ধার সন্তান এখনও পুলিশ বিভাগকে হৃদয়ে লালন করেন নিজের পরিবার মনে করে। ৩৮ বছর আগে দেশ ছেড়েছেন। বিপি হেল্পলাইন গ্রুপের মাধ্যমে তিনি ফিরে পেয়েছেন তার পরিবারকে। সে ভালোবাসা থেকেই দেশে এসেছেন। এমন ভালোবাসার মানুষ থাকুক আমাদের অন্তর জুড়ে।

(সংগ্রহ করা ১৪.২.২০২০ হাফিজুর রহমান এর ফেসবুক থেকে)

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ