আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক  

সাভারে ৩৬ পিস ইয়াবাসহ মনির হোসেন(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে ইয়াবা বিক্রয়ের সময় ওই যুবককে আটক করে পুলিশ ।
আটক মনিরুল টাঙ্গাইল জেলার মধুপুর থানার বাসিন্দা । সে সাভারের বিরুলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন ।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালায় । এসময় মনিরকে প্রাথমিকভাবে আটক করে তল্লাশি করলে লুকানো অবস্থায় ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে । পরে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।
এঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ