আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

সাভারে আ,লীগ নেতার হামলায় আহত দুই শিক্ষক

 

বিশেষ প্রতিনিধি  : রতন হোসেন

 

সাভার উপজেলা ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুই শিক্ষককে মারধরের।

গতকাল সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন শিক্ষকরা।

এর আগে গত বৃহস্পতিবার ( ০৬ ফেব্রুয়ারি) মুশুরীখোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জনসম্মুক্ষে দুই শিক্ষককে মারধর করে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি এবিষয়ে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা স্কুল কমিটি নিয়ে বসেছি। পরে আপনার দেখা করে কথা বলবো।

ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক মুন্সী বলেন, আমি বিষয়টা জানিনা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন বিষয়টি তদন্ত কর্মকর্তা আমি নিজেই। তিনি আর বলেন আমার পক্ষে তদন্ত করার জন্য সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে । তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ