আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহ, ভ্রাম্যমান আদালতে যুবককে আর্থিক জরিমানা

ইমাম বিমান, ঝালকাঠি থেকে :

 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের দায়ে পুলিশের কাছে আটক হওয়া যুবককে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমান আদালতে বিপ্লব হোসেন (সানি) নামের ঐ যুবককে নকল সরবারাহ করার দায়ে আর্থিক ২৫ হাজার টাকা জরিমানা করেন। নকল সরবারাহের দায়ে আটক হওয়া বিপ্লব হোসেন (সানি) নলছিটির সদরের বেল্লাল মাঝির ছেলে।

এ বিষয় নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, আজ রোববার এসএসসি পরীক্ষা চলাকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড দেয়। আদালত যুবককে ২৫ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে এক মাস কারাভোগের আদেশ দিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ