আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় শিল্প পুলিশের ব্যারাক উদ্ধোধনে পুলিশ মহাপরিদর্শক

বিশেষ প্রতিনিধি : রতন হোসেন মোতালেব

 

পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, বিশ্ব অর্থনীতিতে মন্দা থাকলেও বাংলাদেশের অর্থনীতিতে এর কোন প্রভাব নেই।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১ এর প্রধান কার্যালয়ে পুলিশ ব্যারাক উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, বিশ্বের অর্থনীতিতে মন্দা থাকলেও বাংলাদেশের অর্থনীতিতে কোন মন্দা নেই। বাংলাদেশের অর্থনীতি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারনে অর্থনীতি অনেক দুর এগিয়ে গেছে।

পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নীতির ক্ষেত্রে স্বচ্ছতা থাকায় সারাদেশে পুলিশ বাহিনী প্রশংশিত হয়েছে। পুলিশ বাহিনীকে আরো আধুনিক ও মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ জগনের বন্ধু। পুলিশ সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জঙ্গী, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ ব্যাপক প্রসংসিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা মালিকরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ