আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

র‍্যাবের অভিযানে আশুলিয়া থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ ইয়াকুব আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (‌র‌্যাব)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়ার তিন রাস্তার মোড় এলাকার মোঃ আনোয়ার হোসেনের মালিকানা বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা।

আটক ইয়াকুব আলী পাবনা জেলার বেড়া থানার সারাশিয়া গ্রামের মৃত হাসমত দর্জির ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় গাঁজা ব্যবসা করে আসছিলে।

র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেনের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই বাসা থেকে ইয়াকুব আলীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। র‍্যাব-৪ আরও জানায় মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ