আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

র‍্যাবের অভিযানে আশুলিয়ায় ভুয়া প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

সোমবার (০৩ ফেব্রুয়ারী) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, বরগুনা জেলার সামিউল আজমাইন (১৮), নীলফামারী জেলার মোঃ আল আলিফ হোসাইন ওরফে আলিফ (১৮), সাতক্ষীরা জেলার জামিল আল মামুন ওরফে তন্ময় (১৮) এবং ঢাকা জেলার মোঃ মনিরুল ইসলাম পাপ্পু।

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি ব্যবহার করে এই চক্রটি বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায় তারা এসএসসি পরীক্ষাকে পুঁজি করে প্রশ্নপত্র ফাঁসের নামে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি ব্যবহার করে পরিক্ষার্থীদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। পরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন ও ভুয়া প্রশ্নপত্র সংশ্লিষ্ট কাগজ পত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ