আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ধামরাই প্রতিনিধি 

ঢাকার ধামরাইয়ে বালু ধামরাইবোঝাই ট্রাক চাপায় মাসুদ রানা (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছ। বালু বোঝাই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালি পাড়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ধামরাইয়ে জলসা এলাকার পশ্চিম পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নিহত মাসুূদ। সে প্রিন্সিপাল হাফিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

ধামরাই কাওয়ালি পাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) আবু সাইদ জানান, আজ বিকেল ৫ টার দিকে স্কুল ছুটি পর বাসায় ফেরার জন্য স্কুলের সামনে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করতে ছিলো মাসুদ। এসময় কালামপুরগামী একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মারা যায় সে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের নরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় বালুবোঝায় ট্রাকসহ চালক জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত মাসুদের পরিবার কে খবর দেওয়া হয়েছে। স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও যানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ