আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় সড়কদুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় বাসচাপায় উজ্জল হোসেন (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন চাপাইনবয়াবগঞ্জ জেলা সদর থানার নরেন্দ্রপুর গ্রামের বদর আলীর ছেলে। তিনি
আশুলিয়ার কুরগাও এলাকার হাজী জামালের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করত।

নিহতের সহকর্মী রেজাউল করিম বাংলানিউজকে জানান, আজ সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে বাস যোগে কাজের উদ্দেশ্য বাইপাইল থেকে ইউনিক যাচ্ছিল তারা দুইজন। পরে ইউনিকে বাস স্ট্যান্ডে এসে বাস থেকে নামতেই পেছন দিক থেকে আসা অপর একটি অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান উজ্জল।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহত উজ্জলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় আসলে পরর্বর্তী আইন-আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টাও চলছে বলে জানান তিনি। সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ