আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

গণ বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে চুরি, আটক ২ চোরকে পুলিশে সোপর্দ

গণ বিশ্ববিদ্যালয় থেকে : মোহাম্মদ রনি খাঁ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ক্যান্টিন থেকে বিভিন্ন সামগ্রী চুরির সময় ২ চোরকে হাতেনাতে অাটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার ইদ্রিস অালী বলেন, ‘ক্যাম্পাসে রাউন্ড দেয়ার সময় ক্যান্টিনের পেছনের দরজা কিছুটা খোলা দেখে অামার সন্দেহ হয়। পরে অামি অারেক নিরাপত্তারক্ষী
জয় খানকে সঙ্গে করে তাদের ধরতে যাই। চোররা অামাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিবিএ বিভাগের জনি ও অাবির নামে দুজন শিক্ষার্থীর সহায়তায় অামরা তাদের ২ জনকে ধরতে সক্ষম হই এবং অারেকজন পালিয়ে যায়।’

অাটক ২ জনের নাম শুকুর অালী ও অন্তর বাবু। পালিয়ে যাওয়া অারেকজন শুকুর অালীর বড় ভাই অামিনুর। তারা প্রত্যেকে সাভারের নয়ারহাটে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকারের পাশাপাশি ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন চুরির সাথে জড়িত বলে জানিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যায়ের অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মো. শাহ অালম, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা সহ সংশ্লিষ্টরা। রাত সোয়া ৯ টার দিকে ঘটনাস্থল থেকে অাশুলিয়া থানা পুলিশ অাটককৃত ২ চোরকে গ্রেফতার করে নিয়ে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ