আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

৯৮ব্যাচ বাংলাদেশ ব্লাড এন্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গোলাম সারোয়ার (সজল)

৯৮ব্যাচ বাংলাদেশ ব্লাড এন্ড ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে মিরপুর ১ নাম্বার, শাহআলী মাজার রোড, কালশী বস্তি সহ ফুটপাতে ঘুমিয়ে থাকা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৯৮ ব্যাচ বাংলাদেশ ব্লাড এন্ড ওয়েলফেয়ার সোসাইটি এর সদস্যদের নিজ অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করে বলে জানায় গ্রুপের অন্যতম সদস্যরা।
৯৮ ব্যাচ বাংলাদেশ ব্লাড এন্ড ওয়েলফেয়ার সোসাইটি নামের এই গ্রুপের এডমিন ধানমন্ডি থানার ওসি(তদন্ত) আশফাক হাসান,
ডাঃ শামসিয়া ওসমান মোস্তফা ,
আনোয়ার হোসেন ভূঁইয়া,
সাইদুর রহমান জাফর, খন্দকার রিয়াজ,আতিকুর রহমান,
মোঃ নাছির উদ্দিন,
সিপরা সাদিয়া, শাহীনুল ইসলাম শাহীন, বদরুল আবরার,সাংবাদিক গোলাম সারওয়ার সজল,আমির হোসেন, এহসান হক,আখলাকুর রহমান জেসিম,মহসিন মল্লিক, মোঃ ওয়াসিম,রিমন লেলিন,রিকু হক,সাংবাদিক মির্জা মহিবুল হাসান, শান্ত কুমার শীল
কাজী শামসুল সহ অন্যন্য এডমিন,মডারেটর ও সর্বপ্রকার সদস্যরা যার যার অবস্থান থেকে নিজ অর্থ দিয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ বিষয়ে ৯৮ ব্যাচ বাংলাদেশ ব্লাড এন্ড ওয়েলফেয়ার সোসাইটি গ্রুপের এডমিন
ডাঃ শামসিয়া ওসমান, ধানমন্ডি থানার ওসি (তদন্ত) আশফাক হাসান, আনোয়ার হোসেন ভূঁইয়া , সাইদুর রহমান জাফর আরও এডমিন প্যানেলের সদস্য বৃন্দরা জানান, আমাদের এই গ্রুপের মুল উদ্দেশ্য সর্বপ্রথম ৯৮ ব্যাচ এস এস সি এর বিপদগ্রস্ত বা অসহায় বন্ধুদের পূর্নবাসন করা ও গরীব অসহায়, বঞ্চিত, দুস্থ, প্রতিবন্ধি, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করা। সেই সাথে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবের সহায়তা করার দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা ।সর্বসাধারণের প্রতি আমাদের এই মহৎ কাজের জন্য দোয়ার আবেদন রইল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ