নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভার উপজেলায় উৎসবমুখর পরিবেশে সাভার সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভবনটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাভারের এক প্রত্যন্ত অঞ্চলের ছেলে সোহেল রানা এত সুন্দর ও নান্দনিক ডিজাইন ও স্থাপত্য শৈলীর নিদর্শণ রেখে এই যে সাভার সদর ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করেছে, তা যে কাউকেই মুগ্ধ করবে। পাশাপাশি এই ইউনিয়নের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে চেয়ারম্যান সোহেল রানা এই নবনির্মিত ভবন থেকে আরও নতুন উদ্যমে কাজ করে যাবে সেই প্রত্যাশা করি।
ডাঃ এনামুর রহমান আরও জানান, তার মন্ত্রনালয় এই ইউনিয়নে যে কোনো কাজে সবসময় পাশে থাকবে।
সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম (বার), সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের ফারুক হাসান তুহিন, মাসুদ চৌধুরী, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর,
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ সহ সাভার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ নেতৃবৃন্দরা।