আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্ধোধনের অপেক্ষায়

এইচ এম হুমায়ুন কবির (বিশেষ প্রতিনিধি)

সাভারের কলমা এলাকার মানুষের দীর্ঘদিনের হৃদয়ে লালন করা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী একুশে জানুয়ারি উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত সাভারস্থ কলমা এলাকায় দেশের অন্যতম মডেল ইউনিয়ন পরিষদ ভবন হিসেবে খ্যাত সাভার ইউনিয়ন পরিষদ। জানা যায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী একুশে জানুয়ারি বর্তমান সরকারের
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের এই মডেল ইউনিয়নের শুভ উদ্বোধন করবেন।
রাজধানী শহর ঢাকা থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে সাভার বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ন উপজেলাগুলোর মধ্যে একটি। রাজা হরিশচন্দ্রের সর্বেশ্বর নগরীর অপভ্রংশই আজকের সাভার। আবার কারো কারো মতে ইতিহাস খ্যাত পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের সর্বেশ্বর রাজ্যের রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার নাম থেকেই সাভার নামের উৎপত্তি। কালের বিবর্তনে জনসংখ্যা অত্যধিক বেশি হওয়ায় দিন দিন এই অঞ্চল ক্রমাগত দুষিত ও বসবাস অযোগ্য হয়ে পড়ছে। সাভারে জনসংখ্যা ১৫ লক্ষাধিক। এছাড়া প্রচুর গার্মেন্ট প্রতিষ্ঠান থাকায় পরিবেশও দুষিত হচ্ছে সমানতালে। জানা যায় ১৯১২ সালে প্রতিষ্ঠিত হওয়া সাবার থানাটি ১৯৮১ সালে একটি উপজেলায় পরিণত হয়। বর্তমানে সাভার উপজেলা ২ টি থানায় বিভক্ত; যার একটি হচ্ছে সাভার মডেল থানা এবং অন্যটি আশুলিয়া থানা। এ উপজেলার একমাত্র পৌরসভা হল সাভার পৌরসভা এবং সাভার উপজেলার অধীনে রয়েছে ১২ টি ইউনিয়ন।
যার মধ্যে ৩০.১৪ বর্গ কিলোমিটার আয়তন ও কয়েক হাজার ভোটারের সাভার সদর ইউনিয়নটি গুরুত্বের দিক দিয়ে অন্যতম ।
১৯৯২ সালে পৌরসভা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত সাভার ইউনিয়নের স্থায়ী কার্যালয় সাভার কলেজের দক্ষিণ পাশ(বর্তমান সাভার পৌর কমিউনিটি সেন্টারের স্থলে) ছিলো যেটি পরবর্তি কালে ১৯৯৮ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর দীর্ঘ দিন ধরে সাভারের দেওগাঁও এলাকায় ভাড়া বাড়িতে(অস্থায়ী) সাভার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নটির সেবা প্রত্যাশীদের নাগরিক সেবা দেয়া হলেও কেন কার্যালয়টি ১নং কলমায় স্থানান্তরের প্রয়োজন পরলো এমন প্রশ্নের উত্তরে সাভার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানা এই প্রতিবেদককে বলেন দেখুন প্রথমত ৩০.১৪ বর্গ কিলোমিটারের একটি বড় এলাকা নিয়ে সাভার ইউনিয়ন, প্রতিদিন যথেষ্ট পরিমান সেবা প্রত্যাশিকে বিভিন্ন প্রয়োজনে পরিষদে আসতে হয় কিন্তু দুঃখজনকভাবে দেওগাঁর যোগাযোগ ব্যবস্থা খুব বেশি সন্তুষজনক না হওয়া এবং ইউনিয়নটির এক পাশে পরিষদ ভবনটি হওয়ায় যাতায়াতে সময় এবং অর্থ দুটোই বেশি ব্যয় হতো এবং পোহাতে হতো নানা বিড়ম্বনা। তাই কলমা এলাকা সহ গোটা ইউনিয়নটির সাধারন জনগন ও সেবা প্রত্যাশীদের সুবিধার্থে সাভার ইউনিয়ন বাসীর দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করতে সক্ষম হই। যেটি আগামী একুশে জানুয়ারি উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। সাভার ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নতুন এই ইউনিয়ন পরিষদ উদ্বোধনের জন্য প্রস্তুত করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত।
এসময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভবিষ্যতেও সাভার ইউনিয়ন বাসিকে যেকোনো ধরনের নাগরিক সেবা দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ