বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
ঢাকার সাভারে সড়কে পল্লীবিদুৎ এর খুটি। পল্লীবিদুৎে অভিযোগ দেওয়ার পরও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে।
সাভার পৌরসভার ১নং ওয়ার্ড ছায়াবীথি মজনু একাডেমীর পশ্চিম পাশের সড়কে প্রায় ৫/৬ টি খুটি সড়কের মাঝে অবস্থিত রয়েছে। স্থানীয়রা জানায় পল্লীবিদুৎ সাভার জোনাল অফিসে অভিযোগ করে ও কোন সুরাহা হয়নি। সরজমিনে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে গিয়ে দেখা যায় কয়েকটি পল্লীবিদুৎ এর খুটি রয়েছে।
সাভার শিমুলতলা পল্লীবিদুৎের জোনাল অফিসের ডিজিএম মেজবা উদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান পল্লীবিদুৎ এর ইঞ্জিনিয়ার পাঠিয়ে নকশা করা হবে। নকশা হওয়ার পর অতি দ্রুত সড়কের মাঝ খানের খুটি সরিয়ে দেওয়া হবে।