আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা 

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (পেকুয়া বাজার সমিতি) ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) সকাল ১০ টায় পেকুয়া বাজার নিউ মার্কেট চত্বরে সমিতির সভাপতি মোঃ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ সাহেদ ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব)এর “জ” অঞ্চলের ডিরেক্টর বাবু আশীষ কুমার দাশ,

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, সমিতির সাবেক সভাপতি জাফর আলম,পেকুয়া নিউ মার্কেট এর চেয়ারম্যান মোঃ ছরওয়ার কামাল,

পেকুয়া বাজার ব্যবসায়ী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস-চেয়ারম্যান-আজিজুল হক,ডিরেক্টর মাঈন উদ্দিন আহমদ,জাফর আলম, রিদুওয়ান।

এসময় মাস্টার শফিউল আলম-সাবেক ডিরেক্টর “জ” অঞ্চল (কালব),মোঃ সাজ্জাদ হোসেন-ভাইস-চেয়ারম্যান পেকুয়া ঋণদান সমিতি ও চেয়ারম্যান ক্লাস্টার পরিষদ বান্দরবান,মাস্টার মোঃ নাছির উদ্দিন-সাবেক চেয়ারম্যান পেকুয়া ঋণদান সমিতি লিঃ,মোঃ নুরুল আবছার,

চেয়ারম্যান পেকুয়া ঋনদান সমিতি লিঃ, মোঃ ফারুক(সাংবাদিক)- সেক্রেটারি পেকুয়া ঋণদান সমিতি লিঃ,মাস্টার দলিলুর রহমান- চেয়ারম্যান গোবিন্দপুর ক্রেডিট ইউনিয়ন লিঃ,মোঃ ইসমাইল সিকদার চেয়ারম্যান পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ,মোঃ মীর কাশেম-চেয়ারম্যান পহঁরচাদা ক্রেডিট ইউনিয়ন লিঃ,মোঃ সুজন(সাংবাদিক)-সেক্রেটারি পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ,

বাবু অসীম বিশ্বাস-সাবেক সেক্রেটারি পেকুয়া বাজার মালিক সমিতি,মোঃ রহিম উদ্দিন সাবেক ডিরেক্টর পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতি লিঃ,মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা ব্যবস্থাপক,চকরিয়া(কালব), ও বাবু উৎপল কুমার পাল, উপজেলা ব্যবস্হাপক পেকুয়া(কালব) সহ আরো আমন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় ২৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন,২০২১-২২ অর্থ বছরের ব্যবস্হাপনা কমিটির রিপোর্ট ও নিরীক্ষত হিসাব পেশ ও অনুমোদন,২০২১-২০২৩ অর্থ বছরের সংশোধনী ও ২২-২৩ সালের অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ ও

অনুমোদনসহ খেলাফী ঋণ আদায় প্রসঙ্গে দিকনির্দেশনা মুলুক আলোচনা করা হয়। অত্র সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা কার্যক্রম অনুষ্ঠানে সম্মানিত মেহমানদের মাঝে ক্রেস প্রধান ও সাধারণ সদস্য সদস্যদের মাঝে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ