আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং

সাগরে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ প্রায় দুই দিন পর উদ্ধার

সাজন বড়ুয়া সাজু:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড ও বীচকর্মীরা।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সমুদ্রের সুগন্ধ্যা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ২৪ বছর বয়সী মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বীচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, গেল ১৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হয়। তারপর থেকে অনেক খুজাখুজির পরও তার সন্ধান মিলছিল না।

বুধবার সাড়ে ১২ টার দিকে তার মরদেহ স্থলভাগ থেকে প্রায় দেখতে প্রায় ১ হাজার মিটার দূরে সাগর থেকে উদ্ধার করা হয়।

নিখোঁজের পর থেকে উদ্ধার কাজে নেমে পড়ে জেলা প্রশাসন। রাত-দিন সমুদ্রের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছিল জানিয়েছেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

নিখোঁজ কলেজ ছাত্রের লাশটি গায়ের গেন্জি ও হাতের ব্যাচ লাই দেখে শনাক্ত করতে পেরেছে বলে তার বড় ভাই মাহফুজ জানান।

এছাড়া মাসুম বিল্লাহ আরও জানান পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মারুফের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা আছে।

গেলো সোমবার বেলা দেড়টায় কলাতলী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজারে বেড়াতে আসা তিন বন্ধু মারুফ, শাওন ও মাসুম।

গোসল করতে গিয়ে দুইজন ঢেউয়ের স্রোতে ভেসে যাওয়ার সময় শাওনকে উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা। নিখোঁজ ছিল মারুফ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ