আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো বৃদ্ধ ভাইয়ের

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ঘুষিত হাজী জমত আলী মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্ত পুর পশ্চিম পাড়া এলাকায় নজরুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত হাজী জমত আলী মন্ডল ওই এলাকার নান্দুরা মেম্বার এর ছেলে।

অভিযুক্তরা হলেন- দেলোয়ার হোসেন ওরুফে দেলু (৪৫) ও তার ভাই নজরুল আলী (৪০)। তাদের বাবার নাম ওয়ার উদ্দিন। নিহত ব্যক্তি ও অভিযুক্তরা চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয়রা জানায়, সকালে অভিযুক্ত নজরুল তার জমির একটি অংশ বাড়ানোর জন্য সরকারী রাস্তার উপর জমির দেয়াল দিয়ে দখলের চেষ্টা করে।

বিষয়টি নিয়ে জমত আলী প্রতিবাদ করলে নজরুল ও দেলোয়ারের সঙ্গে বাকবিতন্ডায় সৃষ্টি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন জমত আলীর বুকে সজোড়ে আঘাত করে।

এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত নির্গত হতে থাকলে তাকে দ্রুত উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷

নিহত জমত আলীর ছেলে আলম বলেন, ঘটনার পড়েই আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসি।

তারা দুই জন (নজরুল ও দেলোয়ার) মিলে আমার বাবাকে মেরেছে। তারা সরকারি রাস্তার উপরে জমির দেয়াল দেওয়ার সময় আমার বাবা ও চাচা প্রতিবাদ করলে দেলোয়ার আমার বাবার বুকে সজোড়ে ঘুষি দেই।

সাথে সাথে আমার বাবার নাম ও মুখ দিয়ে রক্ত বের হয়। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্ট) জামাল সিকদার  বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি।

স্থানীয়দের কাছে জানতে পেরেছি সড়কে দেয়াল তৈরি প্রতিবাদে এ হত্যা কান্ড সংঘটিত হয়েছে।

নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ