আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে বর্ষাকালের আগেই চলছে ড্রেন সংস্কারের কাজ

মোঃ সুমন ইসলাম 
রংপুর প্রতিনিধি :
আসছে বর্ষাকাল গত বছরের এক রাতের বৃষ্টিতে ডুবে গেছলো রংপুর শহর। এরুপ যাতে আর পূণরা বৃত্তি না ঘটে সেই আলোকে রংপুর সিটি কর্পোরেশন বর্ষার আগেই নিয়েছে উদ্যোগ। সিটি কর্পোরেশনে অবস্থিত ড্রেন গুলোতে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নির্দেশনায় চলছে ড্রেন পরিস্কার, যেখানে ড্রেন এর উপরের স্লাব নষ্ট হয়ে গেছে বা নেই সে সকল স্হানে নতুন স্লাব বসানোসহ পানি যাতে কোথাও জমতে না পারে তারই প্রেক্ষিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের এরশাদ নগরে শুক্রবার সকালে গিয়ে দেখা যায় জমজমাট ভাবে চলছে ড্রেন পরিস্কার ও স্লাব তৈরির কার্যক্রম।কার্যক্রম চলাকালীন সময়ে উক্ত কাজের পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ওয়াদুদ, রসিক মেয়রের পক্ষে উপস্থিত ছিলেন হরকাতুল জিহাদ, ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু, সাংগঠনিক সম্পাদক রানা, ওয়ার্ড ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক জসিম, যুব সংহতির সদস্য ওয়াসিম। এছাড়াও এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হযরত আলী, দেলোয়ার হোসেন, হান্নান, নারায়ন সর্দার, বিমোলসহ প্রমূখ। এ সময় রসিক মেয়র প্রতিনিধি হরকাতুল বলেন, মেয়র মহাদয়ের নির্দেশে আমরা বর্ষাকালের পূর্বেই ড্রেন সংস্কার কাজ করছি যাতে করে আমাদের সিটি এলাকার কোথাও বর্ষাকালের বৃষ্টি বা বন্যার পানি  জমতে না পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ