আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

পুঠিয়ায় অবৈধ কাকরা গাড়ি চালনায় গ্রামীণ রাস্তা নষ্ট করায় ৪ ড্রাইভারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক আতিক খাঁন , রাজশাহীর :

পুঠিয়ায়অবৈধ কাকরা গাড়ির রেজিষ্টেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪ ড্রাইভারকে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জিউপাড়া ইউনিয়নেরঝলমলিয়া হইতে মোল্লাপাড়া, মিনি বিশ্বরোড থেকে রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন ৪ টি ট্রাক্টর সহ ড্রাইভার কে আটক করা হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ আটককৃত ব্যাক্তিদের পুঠিয়া উপজেলা কার্যালয়ে হাজির পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড আদায় করেন।

দন্ডপ্রাপ্ত ট্রাক্টর ড্রাইভারগণ হলো, বিপুল (৩২), রুবেল আলম (২৫), আসাদুল আলম (২৮) ও শফিকুল ইসলাম (৩২)।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ বলেন, দীর্ঘদিন থেকে ঝলমলিয়া হইতে মোল্লাপাড়া মিনি বিশ্বরোডে অতিরিক্ত বোঝাই ট্রাক্টরের মাধ্যমে মাটি, বালু পরিবহনের মাধ্যমে বিশ্বরোডের ক্ষতি সাধন করায় এই অভিযান পরিচালিত হয়।

তিনি গণমাধ্যম কর্মীদের কে আরো অবগত করেন, এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে জানান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস পি এএ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ