আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

শাহরাস্তিতে স্বাস্থ্য বিধি না মেনে বসেছে পশুর হাট

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা প্রসাশন কতৃক শাহরাস্তি পশুর হাট ইজারাদার আয়োজিত পশুর হাট স্বাস্থ্য বিধি না মেনেই বসেছে।

আজ ২৪ই জুলাই শুক্রবার সরেজমিনে ঠাকুর বাজার (ইজারাদার) পশুর হাটে গেলে তা সরাসরি প্রত্যক্ষ করা হয়। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি না মেনে পশুর হাটে অবস্থান করার জন্য প্রশাসন থেকে আদেশ থাকলেও তা মানছে না অধিকাংশ ক্রেতা ও বিক্রেতাগণ।
যার ফলে অতিদ্রুত করোনায় আক্রমণের পাশাপাশি যেকোন রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হতে পারে।

এদিকে ইজারাদারগণ এবিষয়ে প্রশ্ন করলে তারা বলেন, আমরা মাইকিং করে আগে থেকেই বলেছি স্বাস্থ্য বিধি মেনে পশুর হাটে অবস্থানের জন্য।
কিন্তু মানুষ তা মানছে না।

এবিষয়ে সুশীল সমাজের সচেতন নাগরিকগণ বলেন, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট না বসলে সামনের দিকে দেশে করোনা সংক্রমণ আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
তাই প্রশাসনসহ সবার এতে মনোনিবেশ অতি প্রয়োজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ