আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

দোহারে ৭ টি অঞ্চলকে রেডজোন হিসাবে চিহ্নিত হয়েছে

 

শহীদুল্লাহ্ (সুমন) – দোহার উপজেলা প্রতিনিধিঃ

করোনা বিস্তার রোধে ঢাকা জেলার দোহার উপজেলায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নকে রেডজোন হিসাবে ঘোষনা করা হয়েছে। এর মাঝে দোহার পৌরসভাসহ রেডজোন হিসাবে ঘোষনা করা হয়েছে রায়পাড়া, সুতারপাড়া, নারিশা, মুকসুদপুর, মাহমুদপুর ও বিলাশপুর ইউনিয়নকে। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা জসিমউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা জেলা সিভিল সার্জনের সাক্ষরিত এই চিঠিতে বর্তমান ইউনিয়ন ভিত্তিক করোনা রোগীর সংখ্যা ও লাখের হিসাবে রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। দোহার উপজেলায় কোন গ্রিন জোন রাখা হয় নি।
দোহারে সবচেয়ে কম আক্রান্ত নয়াবাড়ি ইউনিয়ন। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে নয়াবাড়ি ইউনিয়নে বর্তমানে একটিভ ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। তারপর আছে কুসুমহাটি ইউনিয়ন। এখানে একটিভ করোনা রোগী আছে ৩ জন। এই দুইটি ইউনিয়নই এখন ইয়োলো জোনে আছে।

রেড জনে সর্ব প্রথমে আছে জয়পাড়া। এইখানে বর্তমানে করোনা আক্রান্ত রোগী আছে ২৬ জন। তারপর আছে রায়পাড়া ইউনিয়ন। এখানে করোনা আক্রান্ত রোগী আছে ১৫ জন। সুতারপাড়ায় ১১ জন, নারিশায় ২৬ জন, মুকসুদপুরে ১২ জন, মাহমুদপুরে ৫ জন ও বিলাশপুরে ৩ জন।
এই রেডজোন এলাকাগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হবে সেটার তথ্য এখন পর্যন্ত দেয় নি দোহার উপজেলা প্রশাসন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ