আজ ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৫ ইং

বড়লেখায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে  পুলিশ সুপার

মোহাম্মেদ শুভ, বড়লেখা প্রতিনিধি:

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার  বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।

বুধবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।এদিকে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

এ বছর বড়লেখা উপজেলায় মোট ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে বিভিন্ন পূজামণ্ডপ।

পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি  মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি। শারদীয় দূর্গা উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আমাদের পুলিশ সদস্যরাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজা মন্ডপে নিরাপত্তা প্রদান করছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের কাছে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ জানান তিনি।’

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, উপজেলা প্রতিটি পূজামণ্ডপের মানুষের উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে যে, শান্তিপূর্ণ পরিবেশে পূজা হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি অনান্য বাহীনীর সহযোগিতা ও অংশগ্রহণে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালন হচ্ছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন, উপজেলার প্রতিটি মণ্ডপে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছে।প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার ও ভলান্টিয়ার সদস্য মোতায়েন রয়েছে। আমরা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে কাজ করছি। একটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন সফল হবে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের এমন তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রশাসনের নজরদারির কারণে তাঁরা নির্ভয়ে পূজা পালন করতে পারছেন।

এসময়  অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল আজমল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ-সভাপতি খলিলুর রহমান ও পৌর পূজা উদর্যাপন কমিটির সভাপতি- সম্পাদক এবং স্থানীয় মান্ডপের পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ