আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

তাহিরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে গণঅভ্যুত্থান-২০২৪ উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামের মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই বৃষ্টি বাধা উপেক্ষা করে হাজার হাজার দর্শকদের সমাগমে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর এমন জমজমাট খেলা দেখতে পেরে দারুণ খুশি বিভিন্ন বয়সী হাজারো দর্শক।

টুর্নামেন্টে শুরু থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে তার মধ্যে গোলকপুর একাদশ বনাম চাঁনপুর একাদশ ফাইনাল খেলায় অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪-২ গোলের ব্যবধানে গোলকপুর একাদশ বিজয়ী হয়।

তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সিজিল মিয়ার সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ