আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি, প্রজনন স্বাস্থ্য বিষয়ে এক সচেতনতামূলক নাটক প্রদর্শিত হয়।
নাটকটি মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এফআইভিডিবি-উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা “পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল” এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক এ নাটকে অভিনয় করে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা মনোমুগ্ধকর সচেতনতা মূলক এই নাটক উপভোগ করেন।
জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শাহিনুল ইসলাম, বাদল চন্দ্র তালুকদার, উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার মোহাম্মদ আলী, বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি হালদার, মেধা-কুঞ্জ মডেল বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক অরুপ কান্তি দাস-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প’কে এই সচেতনামূলক নাটক প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান।
নাটক প্রদর্শন শেষে এই প্রতিবেদককে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, অনেক সময় লোভে পড়ে মেয়েকে অল্প বয়সে বিয়ে দেয় যার ফল হয় ভয়াবহ। বিশেষ করে দুর্যোগের পর বাল্যবিবাহটা বেশি হয়। সন্তান সম্ভবা মায়েদের ও বিভিন্ন সময়ে সঠিক যত্ন হয় না। আশা করি, এই নাটকটি বাল্যবিবাহ প্রতিরোধ তথা মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধ করতে বিরাট সচেতনতা তৈরি করবে।