আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি:

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুনানির দিন পেছানোয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে সাড়ে ১২ টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালতে হাইকোর্টের রায় বহাল রাখেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটায় তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে প্রধান ফটক (ডেইরি গেইটে) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দেন। এছাড়া মিছিলের পরবর্তীতে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন।

বিক্ষুব্ধ হয়ে ৫০ তম আবর্তনে শিক্ষার্থী লিমন বলেন,
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে, সেখানে এই ৫৩ বছর পর এসেও এই কোটা প্রথা দ্বারা সেই বৈষম্যই প্রতিষ্ঠা করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে। যেখানে চাকরির একটি পদের জন্য হাজার-হাজার, লাখ-লাখ পরিক্ষার্থী প্রতিযোগিতা করে সেখানে এই কোটা প্রথা কতটা যুক্তিযুক্ত? আমরা ছাত্র সমাজ বরাবরই এই বৈষম্যের বিরুদ্ধে ও আমরা ২০১৮ সালের পরিপত্র বহাল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব।”

এর আগে গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ওইদিন আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই দিন ঠিক করে দেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ