আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

নজির হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা কামরুল

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নজির হোসেনের কবর জিয়ারত করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সোমবার দুপুরে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম নজির হোসেনের সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় মরহুম নজির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সাখাওয়াত হোসেন, ইসলামগঞ্জ কলেজের প্রভাষক ফজলুল হক দোলন, বিএনপি নেতা আব্দুল কাদির, সাইদুল কিবরিয়া, জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৮ মার্চ রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে নজির হোসেন মৃত্যুবরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ