আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের পরিষেবার উন্নতিতে ইউনিয়ন পরিষদের ভূমিকাকে জোরদারকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এফআইভিডিবি-উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা “পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল” এর সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্টিত হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দারের সভাপতিত্বে ও প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদ এর সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক নবী হোসেন চৌধুরী, ইউনিয়নের দুইটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গণ, কমিউনিটি গ্রুপ (সিজি) ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কি কি সমস্যা গুলো রয়েছে এবং সেগুলো কিভাবে সমধান করা যায় এবিষয়ে আলোচনা করা হয়।