আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

কমিউনিটি ক্লিনিক পরিষেবা জোরদারকরণে সভা

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের পরিষেবার উন্নতিতে ইউনিয়ন পরিষদের ভূমিকাকে জোরদারকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এফআইভিডিবি-উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা “পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল” এর সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্টিত হয়।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দারের সভাপতিত্বে ও প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদ এর সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক নবী হোসেন চৌধুরী, ইউনিয়নের দুইটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গণ, কমিউনিটি গ্রুপ (সিজি) ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কি কি সমস্যা গুলো রয়েছে এবং সেগুলো কিভাবে সমধান করা যায় এবিষয়ে আলোচনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ