আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’ এই ভিশন নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারাগাঁও ইউনিটের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি মনির আল-হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মাওলানা খায়রুল বাসার, তাহিরপুর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য ডাঃ আব্দুল হেকিম।
এসময় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব-বিভাগ ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।