আজ ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ ইং

তাহিরপুরে বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেফতার-৩

নিজস্ব প্রতিনিধি,

সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইভটিজিং মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে এএসআই মোফাজ্জল, এএসআই রাজুসহ একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি রাতভর চলতে থাকে এবং শেষ পর্যন্ত ভোর ৫টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইভটিজিং সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ