আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ছাত্র ও মানবকল্যাণ সমিতির পিকনিক ও মিলন মেলা ২০২৪

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ২নং ওয়ার্ড় ছাত্র ও মানব কল্যাণ সমিতির পিকনিক ও মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । ১৩ এপ্রিল (শনিবার) মহেশখালীর পাহাড়ে পিকনিক ও মিলন মেলার আয়োজন করে সংগঠনটি । এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর নলবিলার কৃতি সন্তান ওসি হেলাল উদ্দিন , নৌ-বাহীনির সিভিল সার্ভিস অফিসার জাকের হোছাইন , ইসলামী ব্যাংকের অফিসার মোহাম্মদ আলমগীর , উপকূল ট্রাভেলসের পরিচালক কাইছার আলম , চকরিয়া পহরচঁদা ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক আমির হোছাইন , বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , স্থানীয় সমাজ সেবক আহমদুর রহমান , আতিকুর রহমান , মীর কাসেম , মোহাম্মদ রিদুয়ান,জুনিয়র অডিটর, উপজেলা হিসাবরক্ষণ অফিস, মহেশখালী , সাদ্দাম হোছাইন,কমার্শিয়াল অফিসার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স , হাসান শরীফ অফিস সহকারী কাম- কম্পিউটার কর- অঞ্চল -১ চট্টগ্রাম । মোহাম্মদ মহসিন , মোঃ,নেছার , মাওলানা রুহুল আমিন সহ ২নং ওয়ার্ড় মাঝরপাড়া ও আকবরহাজ্বী পাড়ার স্থানীয় বিভিন্ন কলেজ , বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল ছাত্র ও চাকুরীজীবীগন উপস্থিত ছিলেন । ১৩ এপ্রিল (শনিবার) মহেশখালীর পাহাড়ে আয়োজন করে পিকনিক । প্রতি বছর ঈদুল ফিতরের ছুটির দিনে অত্র এলাকার সন্তানেরা বিভিন্ন অঞ্চলে কলেজ , বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র , চাকুরীজীবীগন একত্রিত হয়ে বার্ষিক পিকনিক ও মিলন মেলার আয়োজন করে থাকেন ২নং ওয়ার্ড় ছাত্র ও মানব কল্যাণ সমিতি । একটি অরাজনৈতিক , স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণ মুলক সংগঠনটি এলাকার উন্নয়ন , সম্প্রীতি বজায় রাখা এবং ছাত্রদের কল্যাণেই অত্র সমিতির মুল লক্ষ্য ও উদ্দেশ্য ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ