আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গরু বিতরণ 

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গরু বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের সহযোগিতায় আজ বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ সকাল ১১ ঘটিকায় আগুনে পুড়ে যাওয়া ২পরিবারদের মাঝে ২টি এঁড়ে বাছুর ও মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্তদের কে ঘর-বাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন।

উক্ত আয়জনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গরু ও ঢেউটিন, তুলে দেন মাটি ও মানুষের জননেতা ৪৮,নওগাঁ-৩ বদলগাছী,মহাদেবপুর আসনের মাননীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন)।

এসময় উপস্থিত
ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুল হক বিপিএএ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল আলম খাঁন,বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাবাব ফারহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস,এম তৌফিক মান্নান পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ